চট্টগ্রাম

ছেংগারচর পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  মতলব উত্তর প্রতিনিধি : ২৮ মার্চ ২০২৪ , ৭:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর প্রতিনিধি :

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। বৃহস্পতিবার, ২৮ মার্চ দুপুরে পরিদর্শন করেন।
এ সময় পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে জানিয়ে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ছেংগারচর পৌরসভা এই প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ খুব ভাল সেবা পাচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাইজেশনের মাধ্যমে সব ধরনের সেবার মান আরো বাড়াতে হবে। এদিকে ছেংগারচর পৌরসভায় জেলা প্রশাসকের আগমনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার।
পরে জেলা প্রশাসক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হন এবং তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য শুনেন।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান খান, কাউন্সিলর শাহজাহান মোল্ল্যা, বোরহান উদ্দিন, হারিছ খান, আমান উল্লাহ সরকার, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, শাহজালাল মুফতি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার বিভিন্ন স্থরের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরও খবর

Sponsered content