দেশ-বিদেশ

নেত্রকোনায় মাছ ধরার জালে উঠে এলো মানব ভ্রূণ

  রিপন কান্তি গুণ : ২৮ মার্চ ২০২৪ , ৭:০৫:৫২ প্রিন্ট সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ :

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানিতে ভেসে আসা একটি মানব ভ্রূণ উঠে এসেছে মাছ ধরার জালে। এতে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সোমেশ্বরী নদীর শিবগঞ্জ ঘাট এলাকায় বুধবার মানব ভ্রূণ উঠে আসার ঘটনাটি ঘটেছে। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কয়েকজন শিশু জাল দিয়ে সোমেশ্বরী নদীতে মাছ ধরছিল। হঠাৎ তাদের জালে উঠে আসে একটি মানব ভ্রূণ। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে কৌতূহল নিয়ে সেখানে ভিড় জমান পথচারীসহ স্থানীয়রা। বিষয়টি দেখে তারা চমকে ওঠেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা শহীদুল বলেন, ‘জালে উঠে আসা ভ্রূণটির ‘হাত-পা, মাথাসহ সবকিছুই আছে। তবে একদমই ছোট এক আঙুলের মতো এটি। প্রাথমিক ভাবে এটি মানুষের বাচ্চা বলেই ধারণা করা হচ্ছে।’
এ ব্যাপারে পুলিশের দুর্গাপুর সার্কেল অফিসার মো. আক্কাছ আলী জানান, যেহেতু ভ্রূণ সদৃশ্য জিনিসটি নদীতে পাওয়া গেছে সেহেতু এটি মানুষের বাচ্চা না কি তা আগেই বলা যাচ্ছে না। বর্তমানে এটি পুলিশ হেফাজতে রয়েছে। ডিএনএ পরীক্ষা করে মানুষের বাচ্চা কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে। পরবর্তীতে আইনগত যা ব্যবস্থা আছে তা নেয়া যাবে।
এদিকে মিশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান ছবি দেখে বলেন, এটি পরিস্কার বুঝা যাচ্ছে মানব ভ্রূণ। হতিনি বলেন, আনুমানিক ১৮ সপ্তাহ বয়স হয়ে থাকতে পারে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ‘বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে। আমাদের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও খবর

Sponsered content