ঢাকা

শিবপুর উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  মাহবুব খান,নরসিংদী: ৪ মার্চ ২০২৪ , ৮:১৩:১৭ প্রিন্ট সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহবুব খান,নরসিংদী:
বাংলাদেশ স্কাউটস শিবপুর উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমাবর (৪ মার্চ) দিনব্যাপী উপজেলা স্কাউট কমিটির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি শাহ মো: সজীবের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিয়াসমিন বেগম, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক শরীফ হোসেন, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর, নরসিংদী জেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক কমিশনার এ কে এম মাসুদুর রহমান খান, সহকারী শিক্ষক মমতাজ শাহীন ও কামাল হোসেন প্রমুখ। সম্মেলনে নিন্মোক্ত ৩ বছর মেয়াদী কমিটি ঘোষনা করা হয়: পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনও শাহ মো: সজীব, সহ-সভাপতি মো: আলতাফ হোসেন, নূর মো: রুহুল ছগীর, পারভীন আক্তার, সৈয়দা জাহিদা, আবু তালেব ভূঁইয়া, কামরুল হাসান ভূঁইয়া ও আবু হানিফ। কমিশনার নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মাসুদ, কোষাধ্যক্ষ সেতেরা বেগম, সহকারী কমিশনার নির্বাচিত হয়েছেন মো: আসাদুজ্জামান আসাদ, মাজহারুল হক শাহীন, ঝরনা সুলতানা, মো: মোরশেদুজ্জামান, মো: ওহাব রানা, মো: আলমগীর হোসেন ও শিউলী রানী মিত্র। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার আরিফুর রহমান আরিফ, যুগ্ম সম্পাদক মো: ওমর ফারুক মোল্লা, স্কাউটস লিডার হলেন মো: বজলুর রহমান, কাব লিডার হলেন ফারজানা সুলতানা পপি, গ্রুপ সভাপতির প্রতিনিধিগণ হলেন এ কে এম মাসুদুর রহমান খান, বিপ্লব চক্রবর্তী, মো: হাবিবুর রহমান শেখ, মো: রফিকুল ইসলাম ও এমারত হোসেন। সহযোজিত সদস্যগণ হলেন, এ কে এম নাছিম আহমেদ হিরণ, সামসুল আলম ভুইয়া রাখিল, তাপসী রাবেয়া ও মো: মাহফুজুর রহমান টুটুল।

আরও খবর

Sponsered content