১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

মোরেলগঞ্জে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এনায়েত করিম রাজিব, বাগেরহাট :
  • আপডেট সময় : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ৯৯
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে এবছর সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে রয়েছে সরিষা ফুলের সমারোহ। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সরিষার ফুল আর ফুল। এ যেন হলুদে সাজানো মাঠ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে মোরেলগঞ্জে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৫ হেক্টর। সেখানে চাষাবাদ হয়েছে ৯০ হেক্টর জমিতে। যা উপজেলার ১৬টি ইউনিয়নেই চাষাবাদ হয়েছে। সবচেয়ে বেশী চাষ হয়েছে বলইবুনিয়া, পুটিখালী, চিড়াংখালী ও খাউলিয়া ইউনিয়নে। তবে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ফসল ভাল হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। গত বছর উপজেলায় আবাদ হয়েছে ৭৫ হেক্টর জমিতে। এবছর উৎপাদন বেড়েছে প্রায় ৮ মেট্রিক টন ফসল।
কৃষি বিভাগের তথ্যমতে, উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং সঠিক পরামর্শের কারনেই মোরেলগঞ্জে সরিষার আবাদ বেড়েছে।
উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম, কামাল গাজি, খালেক বেপারি সহ অনেকেই বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে তারা প্রতিবছর সরিষা আবাদ করে থাকেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফুল অনেক ভাল হয়েছে। বিঘা প্রতি তাদের প্রায় আড়াই হাজার থেকে সারে তিন হাজার টাকা খরচ হয়েছে। তবে আশা করছেন প্রতি বিঘা জমিতে ৮ থেকে ১০ মন সরিষা উৎপাদন হবে ।
উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মৌসুম শুরুর আগে থেকে তেল ফসলের আবাদ বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেন তারা। সে লক্ষ্যে কৃষি অফিসের পরামর্শে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ সভা করে সরিষা আবাদ বৃদ্ধি হয়েছে।
তিনি আরও জানান, এবছর সরিষা ক্ষেতে কোনো পোকামাকড়ের আক্রমণ নেই বলে সরিষার বাম্পার ফলন হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৮ মেট্রিক টন বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, বাজারে সরিষার ব্যাপক চাহিদা ও দাম ভাল থাকায় মোরেলগঞ্জের কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়ছে। তাছাড়া কৃষি অফিসের বিভিন্ন পরামর্শের কারনে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বেড়েছে। এ বছর বারি সরিষা ১৪,বারি ১৮,বিনা ৯ ও বিনা ৪ জাতের সরিষা আবাদ হয়েছে। আশা করছি আগামী বছর সরিষার আবাদ আরও বৃদ্ধি পাবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মোরেলগঞ্জে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে এবছর সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে রয়েছে সরিষা ফুলের সমারোহ। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সরিষার ফুল আর ফুল। এ যেন হলুদে সাজানো মাঠ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে মোরেলগঞ্জে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৫ হেক্টর। সেখানে চাষাবাদ হয়েছে ৯০ হেক্টর জমিতে। যা উপজেলার ১৬টি ইউনিয়নেই চাষাবাদ হয়েছে। সবচেয়ে বেশী চাষ হয়েছে বলইবুনিয়া, পুটিখালী, চিড়াংখালী ও খাউলিয়া ইউনিয়নে। তবে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ফসল ভাল হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। গত বছর উপজেলায় আবাদ হয়েছে ৭৫ হেক্টর জমিতে। এবছর উৎপাদন বেড়েছে প্রায় ৮ মেট্রিক টন ফসল।
কৃষি বিভাগের তথ্যমতে, উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং সঠিক পরামর্শের কারনেই মোরেলগঞ্জে সরিষার আবাদ বেড়েছে।
উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম, কামাল গাজি, খালেক বেপারি সহ অনেকেই বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে তারা প্রতিবছর সরিষা আবাদ করে থাকেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফুল অনেক ভাল হয়েছে। বিঘা প্রতি তাদের প্রায় আড়াই হাজার থেকে সারে তিন হাজার টাকা খরচ হয়েছে। তবে আশা করছেন প্রতি বিঘা জমিতে ৮ থেকে ১০ মন সরিষা উৎপাদন হবে ।
উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মৌসুম শুরুর আগে থেকে তেল ফসলের আবাদ বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেন তারা। সে লক্ষ্যে কৃষি অফিসের পরামর্শে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ সভা করে সরিষা আবাদ বৃদ্ধি হয়েছে।
তিনি আরও জানান, এবছর সরিষা ক্ষেতে কোনো পোকামাকড়ের আক্রমণ নেই বলে সরিষার বাম্পার ফলন হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৮ মেট্রিক টন বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, বাজারে সরিষার ব্যাপক চাহিদা ও দাম ভাল থাকায় মোরেলগঞ্জের কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়ছে। তাছাড়া কৃষি অফিসের বিভিন্ন পরামর্শের কারনে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বেড়েছে। এ বছর বারি সরিষা ১৪,বারি ১৮,বিনা ৯ ও বিনা ৪ জাতের সরিষা আবাদ হয়েছে। আশা করছি আগামী বছর সরিষার আবাদ আরও বৃদ্ধি পাবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন