মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের পাইনাদী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
- আপডেট সময় : ০১:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৯
সোনারগাঁও প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুরু পূর্বে সকালে পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বেগম নুসরাত চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ আনোয়ার ইসলাম। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি এম এ মতিন, সাংবাদিক এম এ শাহীন, শিক্ষানুরাগী মোঃ মনিরুজ্জামান, গাজী মোঃ আবদুল বারেক, পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র ফোরামের সদস্য গাজী মাসুম, মোঃ মিলন, গাজী স্বপন, ডাঃ মানিক, গাজী সোহান, মোঃ আহাদ, মোঃ রাহাত, মোঃ হাসান, গাজী সানজু, মোঃ হিৃদয়, মোঃ জিহাদ, মোঃ রিফাত, মোঃ শাফিম, মোঃ উদয় ও মোঃ নাঈম প্রমূখ।