সোনারগাঁও প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুরু পূর্বে সকালে পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বেগম নুসরাত চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ আনোয়ার ইসলাম। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি এম এ মতিন, সাংবাদিক এম এ শাহীন, শিক্ষানুরাগী মোঃ মনিরুজ্জামান, গাজী মোঃ আবদুল বারেক, পাইনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র ফোরামের সদস্য গাজী মাসুম, মোঃ মিলন, গাজী স্বপন, ডাঃ মানিক, গাজী সোহান, মোঃ আহাদ, মোঃ রাহাত, মোঃ হাসান, গাজী সানজু, মোঃ হিৃদয়, মোঃ জিহাদ, মোঃ রিফাত, মোঃ শাফিম, মোঃ উদয় ও মোঃ নাঈম প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না