চাটখিলে একরাতে ৩ বাড়িতে চুরি
- আপডেট সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ৬৮
মোজাম্মেল হক লিটন:
চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামে একরাতে ৩ বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ এই চোরের দলেরা রহিম উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহ আলমের ঘর থেকে পৌনে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া একই গ্রামের চৌধুরী বাড়ি সহ অপর আরেকটি বাড়িতে একই রাতে চুরির ঘটনা ঘটে।
এব্যাপারে শাহ আলম (২৭ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, (২৬ অক্টোবর) বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ এই চোরের দলেরা শাহ আলমের ঘরে ঢুকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা সহ পৌনে ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া একই রাতে চৌধুরী বাড়ির মোহাজ্জেম হোসেনের ঘরে ঢুকে কোন টাকা-পয়সা না পেয়ে আলমারি ভেঙ্গে তছনছ করে চোরেরা। পরে উত্তর মানিকের বাড়ির মনিরের ঘরে ঢুকে চোরেরা সাড়ে ১২ হাজার টাকা ও একটি টচ লাইট নিয়ে যায়।
শাহ আলম থানায় অভিযোগ দায়ের করার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সংঘবদ্ধ চোরের দলকে ব্যাপক তৎপরতা শুরু করেছে।