মোজাম্মেল হক লিটন:
চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামে একরাতে ৩ বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ এই চোরের দলেরা রহিম উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহ আলমের ঘর থেকে পৌনে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া একই গ্রামের চৌধুরী বাড়ি সহ অপর আরেকটি বাড়িতে একই রাতে চুরির ঘটনা ঘটে।
এব্যাপারে শাহ আলম (২৭ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, (২৬ অক্টোবর) বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ এই চোরের দলেরা শাহ আলমের ঘরে ঢুকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা সহ পৌনে ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া একই রাতে চৌধুরী বাড়ির মোহাজ্জেম হোসেনের ঘরে ঢুকে কোন টাকা-পয়সা না পেয়ে আলমারি ভেঙ্গে তছনছ করে চোরেরা। পরে উত্তর মানিকের বাড়ির মনিরের ঘরে ঢুকে চোরেরা সাড়ে ১২ হাজার টাকা ও একটি টচ লাইট নিয়ে যায়।
শাহ আলম থানায় অভিযোগ দায়ের করার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সংঘবদ্ধ চোরের দলকে ব্যাপক তৎপরতা শুরু করেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না