ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্র পরিবারের উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ৬৩
মোঃ মোস্তাফিজুর রহমান:
নওগাঁর ধামইরহাটে অতি দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে ও নির্বাচিত অতি-দরিদ্র পরিবারের সদস্যবৃন্দের অংশগ্রহণে বুধবার, ৩০আগস্ট সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি। এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও মো. আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম-পিপিএম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, ডেনিস তপ্ন, মুকুল বৈরাগী, প্রদীপ হাসদা শ্যামল মন্ডল, লজি মুখিম,শারমিন সুরভী, রোজলিন কোরাইয়া প্রমুখ।