১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
বাংলার মহান নেতা
রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ৭৪
কবি: নাদিয়া রিফাত
১৭ মার্চ জম্ম হয় এক ছোট্ট খোকার;
কে জানতো জাতির পিতা হবে বাংলার।
খোকার ছিলো মানুষের প্রতি বড্ড মায়া,
অসহায় গরীব দুঃখীকে দিতো ছায়া।
কত গরীর দুঃখীর দাড়িয়েছে পাশে
মানুষের হাসি মুখ দেখে সে যেন হাসে।
ছোট্ট খোকা ধীরে ধীরে বড় হয়ে উঠলো
বাংলার মানুষের কষ্ট চোখে পরলো।
৭মার্চ দিয়েছেন স্বাধীনতার বার্তা;
সেই ভাষণে উপস্থিত ছিলো লক্ষ শ্রোতা।
রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হলো বাংলায়;
বাংলার বীর যোদ্ধারা করলো লড়াই।
১৬ ডিসেম্বর এই যুদ্ধের হলো শেষ
বাঙ্গালী ফিরে পেলো স্বাধীন বাংলাদেশ।
১০ জানুয়ারী বঙ্গবন্ধু ফিরলো দেশে
বাঙ্গালী জাতির পিতা ফিরে পেলো অবশেষে।
তার জম্মে এই বাংলা হয়েছে আলোকিত,
বাঙ্গালী মহান নেতা পাবেনা তার মত।
আজও রয়েছে অপেক্ষায়, লক্ষ শ্রোতা
অধীর আগ্রহে শুনতে, সেই মধুর বার্তা।