নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা গিয়াস আহ্বায়ক, খোকন সদস্য সচিব
- আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ৭২
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে ও সদস্য সচিব করা হয়েছে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়। এতে যুগ্ম আহবায়ক করা হয়েছে মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুতফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদকে।
এরআগে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হলেও মঙ্গলবার তা প্রকাশ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ জানান, কমিটি হয়েছে বলে শুনেছি। তবে, কেন্দ্র থেকে অফিসিয়ালী কোন নির্দেশনা এখনো পাইনি। বিষয়টি নিয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।