নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে ও সদস্য সচিব করা হয়েছে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়। এতে যুগ্ম আহবায়ক করা হয়েছে মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুতফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদকে।
এরআগে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হলেও মঙ্গলবার তা প্রকাশ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ জানান, কমিটি হয়েছে বলে শুনেছি। তবে, কেন্দ্র থেকে অফিসিয়ালী কোন নির্দেশনা এখনো পাইনি। বিষয়টি নিয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না