লৌহজংয়ে শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধণা
- আপডেট সময় : ০৮:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ৫৯
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল হায়দার খান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল, প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
বক্তব্য শেষে বিদায়ী কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।