লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল হায়দার খান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল, প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
বক্তব্য শেষে বিদায়ী কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না