নলছিটি গার্লস স্কুল’র এসএসসি পরীক্ষার্থিদের বিদায় অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ৫৪
আমির হোসেন,ঝালকাঠি:
নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রধান মোহম্মদ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ নলছিটি উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ডাক্তার ইউসুফ আলী তালুকদার, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, শিক্ষক মাওলানা মোহম্মদ ফেরদাউস, পরীক্ষার্থিদের মধ্যে উম্মে রুবাইয়াত জিনান, ইসরাত তাসনীম, জান্নাতি আক্তার, অনুরাধা দাস তিথি, জান্নাতুল ফিজা, সিফাতী আক্তার, তানজিলা আক্তার ,প্রিয়ন্তি কুন্ড প্রমুখ। মানপত্র পাঠ করে বিপাশা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীসহ সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।