আমির হোসেন,ঝালকাঠি:
নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ'র ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রধান মোহম্মদ জলিলুর রহমান আকন্দ'র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ নলছিটি উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ডাক্তার ইউসুফ আলী তালুকদার, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, শিক্ষক মাওলানা মোহম্মদ ফেরদাউস, পরীক্ষার্থিদের মধ্যে উম্মে রুবাইয়াত জিনান, ইসরাত তাসনীম, জান্নাতি আক্তার, অনুরাধা দাস তিথি, জান্নাতুল ফিজা, সিফাতী আক্তার, তানজিলা আক্তার ,প্রিয়ন্তি কুন্ড প্রমুখ। মানপত্র পাঠ করে বিপাশা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীসহ সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না