সুনামগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ৬৫
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) শহরের কাজির পয়েন্টে একটি অভিজাত রেস্ট হাউজে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র উদ্যোগে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ও ইরার প্রজেক্ট ম্যানেজার ফয়সল আহমদের পরিচালনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, বাংলাদেশ হেল্থ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আছমা আক্তার। প্রশিক্ষণে সুনামগঞ্জে কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।