সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) শহরের কাজির পয়েন্টে একটি অভিজাত রেস্ট হাউজে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র উদ্যোগে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ও ইরার প্রজেক্ট ম্যানেজার ফয়সল আহমদের পরিচালনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, বাংলাদেশ হেল্থ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আছমা আক্তার। প্রশিক্ষণে সুনামগঞ্জে কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না