বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২জনের পরিচয় পাওয়া গেছে
- আপডেট সময় : ০৩:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ৫১
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলো বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতী গ্রামের অহিদুল শেখের ছেলে নিয়াজ শেখ (২২) ও খুলনা খালিশপুর এলাকার নুর হোসেনের ছেলে ইমন হাসান (২১)। দুজনই দুই ট্রাকের হেলপার ছিল। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকে থাকা মাছের মালিক সোহাক কে আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে থামিয়ে বালুভর্তি ট্রাকটি মেরামত করছিলেন চালক। সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালকের দুই সহকারী মারা যান। মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।