বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলো বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতী গ্রামের অহিদুল শেখের ছেলে নিয়াজ শেখ (২২) ও খুলনা খালিশপুর এলাকার নুর হোসেনের ছেলে ইমন হাসান (২১)। দুজনই দুই ট্রাকের হেলপার ছিল। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকে থাকা মাছের মালিক সোহাক কে আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে থামিয়ে বালুভর্তি ট্রাকটি মেরামত করছিলেন চালক। সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালকের দুই সহকারী মারা যান। মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না