আড়াইহাজারে শ্রমিকবাহী লেগুনা উল্টে যুবক নিহত
- আপডেট সময় : ০৩:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৫৭
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে সোহেল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বিশনন্দী সড়কের ঝাউগড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল মাত্র দুই মাস আগে বিয়ে করেছেন বলে এলাকাবাসি জানান। সে হাইজাদী ইউনিয়নের কাহিন্দী রামনগর গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শ্রমিকবাহী এই লেগুনায় ভাই ভাই স্পিনিং মিলের ১১ জন নারী-পুরুষ শ্রমিক ছিল। তবে অন্য শ্রমিকদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। লেগুনার চালক আল-আমিনকে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় লেগুনার নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজমুল মনির সোহেলকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনর্চার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।