আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে সোহেল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বিশনন্দী সড়কের ঝাউগড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল মাত্র দুই মাস আগে বিয়ে করেছেন বলে এলাকাবাসি জানান। সে হাইজাদী ইউনিয়নের কাহিন্দী রামনগর গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শ্রমিকবাহী এই লেগুনায় ভাই ভাই স্পিনিং মিলের ১১ জন নারী-পুরুষ শ্রমিক ছিল। তবে অন্য শ্রমিকদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। লেগুনার চালক আল-আমিনকে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় লেগুনার নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজমুল মনির সোহেলকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনর্চার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না