শহীদুল ও আরমানের নেতৃত্বে ঢাকার সমাবেশে মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীদের যোগদান
- আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৩৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির সমাবেশে নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সকাল থেকে ঢাকায় নটরডেম কলেজের সামনে জড়ো হতে থাকে যুবদলের নেতাকর্মীরা। পরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয় তারা।
এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহজালাল কালু, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাইম মিয়া জিতু, ২নং ওয়ার্ড যুবদল নেতা ফারুক হোসেন, ৩নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ইমন, ৪নং ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম, মিলন, ৬নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সোহেল, ৭নং ওয়ার্ড যুবদল নেতা আলম, সোহেল, হাসান, ৮নং ওয়ার্ড যুবদল নেতা মৃদুল, ৯নং ওয়ার্ড যুবদল নেতা আরিফ সাউদ, ১০নং ওয়ার্ড যুবদল নেতা আরাফাত, সোহাগ, রুবেল, রজ্জব আলীসহ কয়েকশত নেতাকর্মী।