সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির সমাবেশে নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সকাল থেকে ঢাকায় নটরডেম কলেজের সামনে জড়ো হতে থাকে যুবদলের নেতাকর্মীরা। পরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয় তারা।
এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহজালাল কালু, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাইম মিয়া জিতু, ২নং ওয়ার্ড যুবদল নেতা ফারুক হোসেন, ৩নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ইমন, ৪নং ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম, মিলন, ৬নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সোহেল, ৭নং ওয়ার্ড যুবদল নেতা আলম, সোহেল, হাসান, ৮নং ওয়ার্ড যুবদল নেতা মৃদুল, ৯নং ওয়ার্ড যুবদল নেতা আরিফ সাউদ, ১০নং ওয়ার্ড যুবদল নেতা আরাফাত, সোহাগ, রুবেল, রজ্জব আলীসহ কয়েকশত নেতাকর্মী।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না