০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

দর্শনা রেলবন্দর দিয়ে ভারতীয় ১ হাজার ৬শ৫০ মেট্রিকটন পিয়াজের প্রথম চালান প্রবেশ

মাহমুদ হাসান রনি :
  • আপডেট সময় : ১২:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৩৮
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহমুদ হাসান রনি :

ভারত থেকে দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানী করা ১ হাজার ৬শ৫০ মেট্রিকটন পেয়াঁজের চালান দর্শনা ঢুকেছর।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে পূর্ণাঙ্গ ছাড় পায় চালানটি।এর আগে বিকাল পৌনে ৬টার দিকে আমদানী করা পেঁয়াজের এ চালান দর্শনা শুল্ক রেলস্টেশনে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ছাড় করার পর চালানটি রেলওয়ের মাধ্যমে সিরাজগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছে দেয়া হয়। নতুন অর্থ বছরে এটিই প্রথম পেঁয়াজের চালান দর্শনা শুল্ক রেলস্টেশন আসলো।
দর্শনা রেলকর্তৃপক্ষ জানায়, ভারত থেকে ৪২টি রেলওয়াগনে (১ র‌্যাক) আমদানী করা মোট ১ হাজার ৬৫০ মেট্রিকটন ১ র‌্যাকে (৪২ ওয়াগন) আমদানী কারকের মাধ্যমে এই পেঁয়াজের চালান এসে পৌঁছুলে দর্শনার সিএ্যান্ডএফ এজেন্ট মেসার্স কনফিডেন্স ট্রেড এসোসিয়েটের মাধ্যমে এসেছে। ভারত থেকে আমদানী করা এ পেঁয়াজের দাম পড়েছে ব্যয় বাদে ৪৪ টাকা কেজি।
দর্শনা শুল্ক রেলস্টেশনের ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান,গত অর্থ বছরের পর এই প্রথম পেঁয়াজের চালান ট্রেনযোগে দর্শনা শুল্ক রেলস্টেশনে প্রবেশ করেছে। ওয়াগন ভর্তি পেঁয়াজের চালান সিরাজগঞ্জ বাজার পর্যন্ত রেলযোগে নিয়ে সেখান থেকে পেঁয়াজ গুলো বিভাগ ও জেলা পর্যায়ে সরবরাহ করা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

দর্শনা রেলবন্দর দিয়ে ভারতীয় ১ হাজার ৬শ৫০ মেট্রিকটন পিয়াজের প্রথম চালান প্রবেশ

আপডেট সময় : ১২:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহমুদ হাসান রনি :

ভারত থেকে দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানী করা ১ হাজার ৬শ৫০ মেট্রিকটন পেয়াঁজের চালান দর্শনা ঢুকেছর।
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে পূর্ণাঙ্গ ছাড় পায় চালানটি।এর আগে বিকাল পৌনে ৬টার দিকে আমদানী করা পেঁয়াজের এ চালান দর্শনা শুল্ক রেলস্টেশনে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ছাড় করার পর চালানটি রেলওয়ের মাধ্যমে সিরাজগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছে দেয়া হয়। নতুন অর্থ বছরে এটিই প্রথম পেঁয়াজের চালান দর্শনা শুল্ক রেলস্টেশন আসলো।
দর্শনা রেলকর্তৃপক্ষ জানায়, ভারত থেকে ৪২টি রেলওয়াগনে (১ র‌্যাক) আমদানী করা মোট ১ হাজার ৬৫০ মেট্রিকটন ১ র‌্যাকে (৪২ ওয়াগন) আমদানী কারকের মাধ্যমে এই পেঁয়াজের চালান এসে পৌঁছুলে দর্শনার সিএ্যান্ডএফ এজেন্ট মেসার্স কনফিডেন্স ট্রেড এসোসিয়েটের মাধ্যমে এসেছে। ভারত থেকে আমদানী করা এ পেঁয়াজের দাম পড়েছে ব্যয় বাদে ৪৪ টাকা কেজি।
দর্শনা শুল্ক রেলস্টেশনের ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান,গত অর্থ বছরের পর এই প্রথম পেঁয়াজের চালান ট্রেনযোগে দর্শনা শুল্ক রেলস্টেশনে প্রবেশ করেছে। ওয়াগন ভর্তি পেঁয়াজের চালান সিরাজগঞ্জ বাজার পর্যন্ত রেলযোগে নিয়ে সেখান থেকে পেঁয়াজ গুলো বিভাগ ও জেলা পর্যায়ে সরবরাহ করা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন