মোরেলগঞ্জ থানার ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
- আপডেট সময় : ১০:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ২১২
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজীব’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মো. শাহজাহান।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক সাইফুজ্জামান রিপন, ইসমাইল হোসেন তালুকদার,আরিফ তালুকদার,সাগর তালুকদার রনি, মিজানুর রহমান পাখি,আল-আমিন শেখ, মাহমুদুল হাসান মিলন, জিয়া হায়দার রাজু, তরিকুল মিনা, টিএম মনির হোসেন প্রমুখ।
মতবিনিময় কালে প্রধান অতিথি বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক কারবারিদের নির্মূল করতে হবে। সমাজ থেকে এ ব্যধি দূর করতে সকল শ্রেনীপেশার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে বাজারে পাহারার ব্যবস্থা জোরদার করা সহ সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।