বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজীব'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মো. শাহজাহান।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক সাইফুজ্জামান রিপন, ইসমাইল হোসেন তালুকদার,আরিফ তালুকদার,সাগর তালুকদার রনি, মিজানুর রহমান পাখি,আল-আমিন শেখ, মাহমুদুল হাসান মিলন, জিয়া হায়দার রাজু, তরিকুল মিনা, টিএম মনির হোসেন প্রমুখ।
মতবিনিময় কালে প্রধান অতিথি বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক কারবারিদের নির্মূল করতে হবে। সমাজ থেকে এ ব্যধি দূর করতে সকল শ্রেনীপেশার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে বাজারে পাহারার ব্যবস্থা জোরদার করা সহ সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না