০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিন্দা জানিয়েছে কর্মকর্তা পরিষদ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬০
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের অগ্রদূত অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকাশের নামে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপতৎপরতা পরিচালিত হয়েছে’ বলে মনে করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এর সভাপতি মোঃ মোকারেরম হোসেন মাসুম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত মিথ্যা, ষড়যন্ত্রমোলক, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীণ সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনামক্ষুন্ন হবে এমন সংবাদ পরিহার করার জন্যও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান তারা।
এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের অগ্রদূত অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। সংবাদটি পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত সংবাদটি মনগড়া ও অসত্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে স্বার্থানেষী মহল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও উপাচার্য মহোদয়ের উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উচ্চতর কোর্স এমফিল ও পিএইচডি কোর্সকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মানসম্মত উচ্চ শিক্ষার প্রসার, উন্নত ও ক্রমবর্ধমান শিক্ষা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে চলছে। প্রকাশিত সংবাদটি বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা ব্যাহত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে বলে কর্মকর্তা পরিষদের কাছে প্রতীয়মান হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে আমরা এই মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীণ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একইভাবে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনামক্ষুন্ন হবে এমন সংবাদ পরিহার করার জন্যও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ জানান, যে দেশের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা পরিচালিত হয়েছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জ্ঞাপন করছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিন্দা জানিয়েছে কর্মকর্তা পরিষদ

আপডেট সময় : ০৯:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের অগ্রদূত অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকাশের নামে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপতৎপরতা পরিচালিত হয়েছে’ বলে মনে করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এর সভাপতি মোঃ মোকারেরম হোসেন মাসুম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত মিথ্যা, ষড়যন্ত্রমোলক, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীণ সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনামক্ষুন্ন হবে এমন সংবাদ পরিহার করার জন্যও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান তারা।
এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের অগ্রদূত অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। সংবাদটি পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত সংবাদটি মনগড়া ও অসত্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে স্বার্থানেষী মহল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও উপাচার্য মহোদয়ের উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উচ্চতর কোর্স এমফিল ও পিএইচডি কোর্সকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মানসম্মত উচ্চ শিক্ষার প্রসার, উন্নত ও ক্রমবর্ধমান শিক্ষা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে চলছে। প্রকাশিত সংবাদটি বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা ব্যাহত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে বলে কর্মকর্তা পরিষদের কাছে প্রতীয়মান হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে আমরা এই মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীণ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একইভাবে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনামক্ষুন্ন হবে এমন সংবাদ পরিহার করার জন্যও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ জানান, যে দেশের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা পরিচালিত হয়েছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জ্ঞাপন করছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন