০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

হায়দারী দরবার শরীফে ৫৬ তম ওরশ শরীফ পালিত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ৪৮৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে পাগাড় এলাকায় উপমহাদেশের প্রক্ষাত অলিয়ে কামেল, তরিকা-এ-হায়দারীর প্রবর্তক, আওলাদে রাসুল (সাঃ), গাউসে মোকাররম, কুৎবে দাওরাঁন, মোজাদ্দেদ-এ-জামান, হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহ্সাহেব (কঃ) প্রকাশ বাবা হায়দারী কেবলা কা’বার বেছাল দিবস উপলক্ষে মহান ১০ মাঘ ৫৬ তম ওরশ শরীফ হায়দারী দরবার শরীফ-এ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মাধ্যমে পালিত হয়।
এ উপলক্ষে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, হালকা-জিকির, মাহফিলে সামা, তাবারুক বিতরন, ওয়াজ নছিহত এবং বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফ -এর গদীনশীন মুর্শিদ কেবলা, হযরত মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ্সাহেব হযরত বাবাজান কেবলা কা’বা।
এ সময় দেশ বিদেশ হতে হাজার হাজার ভক্তগণের পদচারণায় দরবার প্রাঙ্গণ মুখোরিত হয়।
দরবার শরীফ-এর সাজ্জাদাহ্ নশীন হযরত ডাঃ মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার শাহ্সাহেব কেবলা কা’বার সদারতে দেশ বরেণ্য আলেম-ওলামা, পীর মাসায়েখ এবং হাজার হাজার ভক্তগণের আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

হায়দারী দরবার শরীফে ৫৬ তম ওরশ শরীফ পালিত

আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে পাগাড় এলাকায় উপমহাদেশের প্রক্ষাত অলিয়ে কামেল, তরিকা-এ-হায়দারীর প্রবর্তক, আওলাদে রাসুল (সাঃ), গাউসে মোকাররম, কুৎবে দাওরাঁন, মোজাদ্দেদ-এ-জামান, হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহ্সাহেব (কঃ) প্রকাশ বাবা হায়দারী কেবলা কা’বার বেছাল দিবস উপলক্ষে মহান ১০ মাঘ ৫৬ তম ওরশ শরীফ হায়দারী দরবার শরীফ-এ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মাধ্যমে পালিত হয়।
এ উপলক্ষে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, হালকা-জিকির, মাহফিলে সামা, তাবারুক বিতরন, ওয়াজ নছিহত এবং বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফ -এর গদীনশীন মুর্শিদ কেবলা, হযরত মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ্সাহেব হযরত বাবাজান কেবলা কা’বা।
এ সময় দেশ বিদেশ হতে হাজার হাজার ভক্তগণের পদচারণায় দরবার প্রাঙ্গণ মুখোরিত হয়।
দরবার শরীফ-এর সাজ্জাদাহ্ নশীন হযরত ডাঃ মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার শাহ্সাহেব কেবলা কা’বার সদারতে দেশ বরেণ্য আলেম-ওলামা, পীর মাসায়েখ এবং হাজার হাজার ভক্তগণের আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন