রবিউল আলম, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে পাগাড় এলাকায় উপমহাদেশের প্রক্ষাত অলিয়ে কামেল, তরিকা-এ-হায়দারীর প্রবর্তক, আওলাদে রাসুল (সাঃ), গাউসে মোকাররম, কুৎবে দাওরাঁন, মোজাদ্দেদ-এ-জামান, হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহ্সাহেব (কঃ) প্রকাশ বাবা হায়দারী কেবলা কা'বার বেছাল দিবস উপলক্ষে মহান ১০ মাঘ ৫৬ তম ওরশ শরীফ হায়দারী দরবার শরীফ-এ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মাধ্যমে পালিত হয়।
এ উপলক্ষে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, হালকা-জিকির, মাহফিলে সামা, তাবারুক বিতরন, ওয়াজ নছিহত এবং বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফ -এর গদীনশীন মুর্শিদ কেবলা, হযরত মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ্সাহেব হযরত বাবাজান কেবলা কা'বা।
এ সময় দেশ বিদেশ হতে হাজার হাজার ভক্তগণের পদচারণায় দরবার প্রাঙ্গণ মুখোরিত হয়।
দরবার শরীফ-এর সাজ্জাদাহ্ নশীন হযরত ডাঃ মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার শাহ্সাহেব কেবলা কা'বার সদারতে দেশ বরেণ্য আলেম-ওলামা, পীর মাসায়েখ এবং হাজার হাজার ভক্তগণের আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না