আগামীর ভবিষ্যত এই কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত করবে: পুলিশ সুপার
- আপডেট সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ৯৫
মাহমুদ হাসান রনি:
চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১ জানুয়ারি বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।প্রধান অতিথি আর এম ফয়জুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অবিভাবক ও শিক্ষকদের সাথে কুশলাদি বিনিময় করেন।
তিনি আরও বলেন, আগামীর ভবিষ্যত এই কোমলমতি শিক্ষার্থীরা যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ ও রাষ্ট্র কে সেবা করতে পারে। তিনি সকল শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল মঙ্গল কামনা করে তাদের হাতে নতুন বই তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী প্রমুখ।