মাহমুদ হাসান রনি:
চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১ জানুয়ারি বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।প্রধান অতিথি আর এম ফয়জুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অবিভাবক ও শিক্ষকদের সাথে কুশলাদি বিনিময় করেন।
তিনি আরও বলেন, আগামীর ভবিষ্যত এই কোমলমতি শিক্ষার্থীরা যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ ও রাষ্ট্র কে সেবা করতে পারে। তিনি সকল শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল মঙ্গল কামনা করে তাদের হাতে নতুন বই তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না