সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, ঘাতক ড্রাইভার সহ ট্রাক আটক
- আপডেট সময় : ০২:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৯৮
প্রতিদিনের নিউজ:
সিদ্ধিরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে সাফিন আহমেদ নামের এক ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্ত্বর মোড় টি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
নিহত ওই শিশু কুমিল্লার মেঘনার চরবামনচর এলাকার শাহজালালের ছেলে। শিশুটি সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মোশাররফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতো। শিশুটি বাবা দোয়ের চত্বর মোড় পাইনাদী নতুন মহল্লা এলাকার চায়ের দোকানী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,গত রাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ফারুক সহ ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি