প্রতিদিনের নিউজ:
সিদ্ধিরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে সাফিন আহমেদ নামের এক ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্ত্বর মোড় টি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
নিহত ওই শিশু কুমিল্লার মেঘনার চরবামনচর এলাকার শাহজালালের ছেলে। শিশুটি সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মোশাররফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতো। শিশুটি বাবা দোয়ের চত্বর মোড় পাইনাদী নতুন মহল্লা এলাকার চায়ের দোকানী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,গত রাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ফারুক সহ ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না