১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

বরিশালে চোর সন্দেহে চালককে পিটিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১৫
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ রানা সন্যামত, বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়ায় পুলিশ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে খুন হয় বৌগাড়ি চালক আঃ ছালাম (৬০) চাখার ইউনিয়নের বলহার গ্রামের মৃত্যু কাদের বেপারীর ছেলে। তার স্ত্রী জানান গতকাল রাতে আমার স্বামী পুলিশ ডিউটি করতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়। যাবার সময় বলে যায় নাতির দিকে খেয়াল রেখ। কেহ আসলে দরজা খুলবা না। আমার স্বামী ফিরে আসল লাশ হয়ে। রাত ৩ টায় স্থানীয় আলমগীর, রব সহ ১৫ থেকে২০ জন লোক আঃছালামের গাড়ির সামনে গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করে।ভয় পেয়ে আঃ ছালাম গাড়ি দ্রুত চালাতে গেলে গাড়ির গ্যাস বরাবর আঘাত করলে কাচ ভেঙ্গে যায় এবং গাড়ি নিয়ন্ত্রহাড়িয়ে গাছের সাথে ধাক্কা খায়। এর পরই উপস্থিত লোকদের উৎসাহি ১০ থেকে১৫ জনের একটি দল আঃ ছালামকে উপর্যপুরী লাথি ঘুষি দেয়। পরবর্তীতে আলমগীর, রব সহ ৫ থেকে ৬ জন মিলে মোটা গজারি লাঠি দিয়ে এলোপাথারী মারধর করে। থানা পুলিশ তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। আঃ ছালামের পায়ে ক্ষতের চিহ্ন এবং গলায় আঘাতের চিহ্ন।
এলাকার সূত্রে জানা যায়, আঃ ছালাম হামলা কারীদের বলেন ওরে তোরা আমারে মারিস না, আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। আমারে মারিস না এমনই আহাজারি করে বাচার আকুতি জানিয়েছে চাখার বলহারের বৃদ্ধ বৌগাড়ি ড্রাইভার আঃ ছালাম। মৃত্যুর আগে বাঁচার জন্য সবার কাছে একটু পানি চেয়েছিল। কিন্তু লাথি ঘুৃষি ও গজারীর আঘাতে পর ও আঃ ছালাম সবাইকে বলে তোমরা থানায় খবর নেও তবুও আমাকে মেরো না, আমার বুকে ব্যথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ ঘটনাস্থল হতে ৩ জনকে আটক করেছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বরিশালে চোর সন্দেহে চালককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ রানা সন্যামত, বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়ায় পুলিশ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে খুন হয় বৌগাড়ি চালক আঃ ছালাম (৬০) চাখার ইউনিয়নের বলহার গ্রামের মৃত্যু কাদের বেপারীর ছেলে। তার স্ত্রী জানান গতকাল রাতে আমার স্বামী পুলিশ ডিউটি করতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়। যাবার সময় বলে যায় নাতির দিকে খেয়াল রেখ। কেহ আসলে দরজা খুলবা না। আমার স্বামী ফিরে আসল লাশ হয়ে। রাত ৩ টায় স্থানীয় আলমগীর, রব সহ ১৫ থেকে২০ জন লোক আঃছালামের গাড়ির সামনে গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করে।ভয় পেয়ে আঃ ছালাম গাড়ি দ্রুত চালাতে গেলে গাড়ির গ্যাস বরাবর আঘাত করলে কাচ ভেঙ্গে যায় এবং গাড়ি নিয়ন্ত্রহাড়িয়ে গাছের সাথে ধাক্কা খায়। এর পরই উপস্থিত লোকদের উৎসাহি ১০ থেকে১৫ জনের একটি দল আঃ ছালামকে উপর্যপুরী লাথি ঘুষি দেয়। পরবর্তীতে আলমগীর, রব সহ ৫ থেকে ৬ জন মিলে মোটা গজারি লাঠি দিয়ে এলোপাথারী মারধর করে। থানা পুলিশ তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। আঃ ছালামের পায়ে ক্ষতের চিহ্ন এবং গলায় আঘাতের চিহ্ন।
এলাকার সূত্রে জানা যায়, আঃ ছালাম হামলা কারীদের বলেন ওরে তোরা আমারে মারিস না, আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। আমারে মারিস না এমনই আহাজারি করে বাচার আকুতি জানিয়েছে চাখার বলহারের বৃদ্ধ বৌগাড়ি ড্রাইভার আঃ ছালাম। মৃত্যুর আগে বাঁচার জন্য সবার কাছে একটু পানি চেয়েছিল। কিন্তু লাথি ঘুৃষি ও গজারীর আঘাতে পর ও আঃ ছালাম সবাইকে বলে তোমরা থানায় খবর নেও তবুও আমাকে মেরো না, আমার বুকে ব্যথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ ঘটনাস্থল হতে ৩ জনকে আটক করেছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন