০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

জমে উঠেছে দেশের সর্ববৃহৎ আম বাজার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ১২
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ শাহাদাত হোসেন:

জমে উঠেছে এশিয়া মহাদেশের বিখ্যাত এবং দেশের সর্ববৃহৎ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাটের আমের বাজার। এবার আমের ভালো দাম থাকাই লাভের মুখ দেখছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা বলছেন, কানসাট বাজারে প্রতিদিন ৩০ থেকে ৪০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে। গত কয়েক বছর চাঁপাইনবাবগঞ্জে প্রচুর মানের আম উৎপাদন হয়েছে। তবে ফরমালিন আতঙ্ক সারা দেশে আমি উৎপাদন বেড়ে যাওয়া, বিদেশের কাঙ্ক্ষিত পণ্য রপ্তানি না হওয়া, আম পারার সময়সীমা বেঁধে দেওয়া এবং আম পারার সময় অসম্ভব গরমে একসঙ্গে অনেক আম কিনতে যাওয়ায় আমের দাম পাননি এ অঞ্চলের আম চাষিরা।
তবে এবার বাজারগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। উচ্চ আদালতের নির্দেশে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াই পরিপক্ক ও বিষমুক্ত আমের বাজারজাত হচ্ছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে। আম বেচাকিনা কে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে বিভিন্ন ব্যবসা কার্যক্রম।
সরেজমিনে বৃহৎ কানসাট আম বাজারে দেখা গিয়েছে সারি সারি ভ্যান ও বাইসাইকেলে ডালিতে করে আম নিয়ে বসে আছে চাষিরা। ক্রেতারা দরদাম করে আম কিনছেন। সেরা ক্ষিরসাপাত, ল্যাংড়া ও নানা জাতের গুটি আম বিক্রয় হচ্ছে।
মান অনুযায়ী ক্ষীরসাপাত আমের দাম ২৮০০ থেকে ৩৫০০ টাকায় , ল্যাংড়া ১৫০০ থেকে ২ হাজার টাকায়, লক্ষণভোগ ৭০০ থেকে ৯০০ টাকায় ও নানা জাতের গুটি আম ৮৫০ থেকে ১৫০০ টাকা মন বিক্রি হচ্ছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

জমে উঠেছে দেশের সর্ববৃহৎ আম বাজার

আপডেট সময় : ০৮:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ শাহাদাত হোসেন:

জমে উঠেছে এশিয়া মহাদেশের বিখ্যাত এবং দেশের সর্ববৃহৎ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাটের আমের বাজার। এবার আমের ভালো দাম থাকাই লাভের মুখ দেখছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা বলছেন, কানসাট বাজারে প্রতিদিন ৩০ থেকে ৪০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে। গত কয়েক বছর চাঁপাইনবাবগঞ্জে প্রচুর মানের আম উৎপাদন হয়েছে। তবে ফরমালিন আতঙ্ক সারা দেশে আমি উৎপাদন বেড়ে যাওয়া, বিদেশের কাঙ্ক্ষিত পণ্য রপ্তানি না হওয়া, আম পারার সময়সীমা বেঁধে দেওয়া এবং আম পারার সময় অসম্ভব গরমে একসঙ্গে অনেক আম কিনতে যাওয়ায় আমের দাম পাননি এ অঞ্চলের আম চাষিরা।
তবে এবার বাজারগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। উচ্চ আদালতের নির্দেশে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াই পরিপক্ক ও বিষমুক্ত আমের বাজারজাত হচ্ছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে। আম বেচাকিনা কে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে বিভিন্ন ব্যবসা কার্যক্রম।
সরেজমিনে বৃহৎ কানসাট আম বাজারে দেখা গিয়েছে সারি সারি ভ্যান ও বাইসাইকেলে ডালিতে করে আম নিয়ে বসে আছে চাষিরা। ক্রেতারা দরদাম করে আম কিনছেন। সেরা ক্ষিরসাপাত, ল্যাংড়া ও নানা জাতের গুটি আম বিক্রয় হচ্ছে।
মান অনুযায়ী ক্ষীরসাপাত আমের দাম ২৮০০ থেকে ৩৫০০ টাকায় , ল্যাংড়া ১৫০০ থেকে ২ হাজার টাকায়, লক্ষণভোগ ৭০০ থেকে ৯০০ টাকায় ও নানা জাতের গুটি আম ৮৫০ থেকে ১৫০০ টাকা মন বিক্রি হচ্ছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন