০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
দর্শনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
রিপোর্টার
- আপডেট সময় : ০৬:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ৫৯
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
দর্শনায় পুকুরে ডুবে আপন দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে। সিহাব আলী (৮) ও হুসাইন আলম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ৩০মে দুপুরের দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ার হাবিবুর রহমানের ছেলে সিহাব(৮) ও চাচাত ভাই তরিকুল ইসলামের ছেলে হুসাইন (৮) বাড়ির সামনে পুকুর ধারে খেলতে থাকে পরে তারা বাড়িতে ফিরে না আসলে আসেপাশের বাড়িতে খুজতে থাকে। এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা পুকুরটিতে গোসল করতে গেলে দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখে। সাথে সাথে তাদের বাড়িতে খবর দেয়। পরে মহল্লার ছেলেরা লাশ দু’টি উদ্ধার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।