মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
দর্শনায় পুকুরে ডুবে আপন দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে। সিহাব আলী (৮) ও হুসাইন আলম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ৩০মে দুপুরের দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ার হাবিবুর রহমানের ছেলে সিহাব(৮) ও চাচাত ভাই তরিকুল ইসলামের ছেলে হুসাইন (৮) বাড়ির সামনে পুকুর ধারে খেলতে থাকে পরে তারা বাড়িতে ফিরে না আসলে আসেপাশের বাড়িতে খুজতে থাকে। এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা পুকুরটিতে গোসল করতে গেলে দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখে। সাথে সাথে তাদের বাড়িতে খবর দেয়। পরে মহল্লার ছেলেরা লাশ দু’টি উদ্ধার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না