০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

রূপগঞ্জে দুই গ্রুপের সংর্ঘষ গোলাগুলি, আহত-২

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ১৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ নুর আলম,রূপগঞ্জ:

এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লাহ (২৬) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন ও মো. জুবায়ের (২৪) নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে । গত বৃহস্পতিবার (১১ মে) রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচরা এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া আহত হওয়ার খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, মাসুম বিল্লাহ নামের একজনের শরীরের নিম্নাংশে গুলি লেগেছে। ও জোবায়ের নামের একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। মাসুম বিল্লাহর শরীর থেকে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। বর্তমানে মাসুম বিল্লাহ চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , বাঘমোচরা এলাকার মাসুম বিল্লাহর বিরুদ্ধে ১০ টির বেশি মামলা আছে। অপরদিকে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার রাজনের বিরুদ্ধে হত্যা, ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে। তাদের দুজনের আলাদা দুটি গ্রুপ রয়েছে। দুটি গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। গোলাকান্দাইল, নতুনবাজার, ভুলতা ও বাগমুচড়াসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত এই দুটি গ্রুপ।
বৃহস্পতিবার রাতে মাসুম বিল্লাহ গ্রুপের মাসুম বিল্লাহ ও মো. জুবায়ের গোলাকান্দাইলের নাগেরবাগ এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে চাঁদা তুলতে যায়। বিষয়টি জানতে পেরে রাজন গ্রুপের জাহিদ হাসানসহ তাদের লোকজন নিয়ে এসে মাসুম বিল্লাহকে মারধর করে এলাকা থেকে চলে যেতে বলে। এই ঘটনার পর মারধরের শিকার মাসুম বিল্লাহ জোবায়েরসহ আরো কয়েকজনকে নিয়ে এসে জাহিদ হাসানের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় মাসুম বিল্লাহ গুলিবিদ্ধ ও জোবায়ের আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ভুলতা ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বৃহস্পতিবার রাতের সংর্ঘষের জেরে শুক্রবার সকাল ১০টর দিকে রাজন চৌধুরীর গোলাকান্দাইল পাঁচ নাম্বার ক্যানেল এলাকায় স্থানীয় বাসিন্দা কাজল গাজীর বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁকা গুলি গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্কে সৃষ্টি করে । যা সিসি ক্যামেরায় বিষয়টি স্পষ্ট হয়।
কাজল গাজী জানান, তার বাড়ির এক ভাড়াটিয়া বৃহস্পতিবার রাতে মাসুম বিল্লাহর পক্ষে সংঘর্ষে অংশ নিয়েছিলো। ওই ভাড়াটিয়াকে খুঁজতে রাজন তার বাড়িতে এসেছিলেন। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজন বাড়ির সামনে ফাঁকা গুলি ছুঁড়ে চলে যায়।
শুক্রবার সকালে গুলি করার বিষয়ে জানতে চাইলে রাজন চৌধুরী বলেন, লোকজন বলতেছে আমি গুলি করছি। আসলে এটা মিথ্যা। আমি চার বছর ধরে এলাকায় থাকি না।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাইল ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, রাতে সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয়পক্ষের দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ খুঁজছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রূপগঞ্জে দুই গ্রুপের সংর্ঘষ গোলাগুলি, আহত-২

আপডেট সময় : ০৯:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ নুর আলম,রূপগঞ্জ:

এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লাহ (২৬) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন ও মো. জুবায়ের (২৪) নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে । গত বৃহস্পতিবার (১১ মে) রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচরা এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া আহত হওয়ার খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, মাসুম বিল্লাহ নামের একজনের শরীরের নিম্নাংশে গুলি লেগেছে। ও জোবায়ের নামের একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। মাসুম বিল্লাহর শরীর থেকে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। বর্তমানে মাসুম বিল্লাহ চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , বাঘমোচরা এলাকার মাসুম বিল্লাহর বিরুদ্ধে ১০ টির বেশি মামলা আছে। অপরদিকে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার রাজনের বিরুদ্ধে হত্যা, ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে। তাদের দুজনের আলাদা দুটি গ্রুপ রয়েছে। দুটি গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। গোলাকান্দাইল, নতুনবাজার, ভুলতা ও বাগমুচড়াসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত এই দুটি গ্রুপ।
বৃহস্পতিবার রাতে মাসুম বিল্লাহ গ্রুপের মাসুম বিল্লাহ ও মো. জুবায়ের গোলাকান্দাইলের নাগেরবাগ এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে চাঁদা তুলতে যায়। বিষয়টি জানতে পেরে রাজন গ্রুপের জাহিদ হাসানসহ তাদের লোকজন নিয়ে এসে মাসুম বিল্লাহকে মারধর করে এলাকা থেকে চলে যেতে বলে। এই ঘটনার পর মারধরের শিকার মাসুম বিল্লাহ জোবায়েরসহ আরো কয়েকজনকে নিয়ে এসে জাহিদ হাসানের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় মাসুম বিল্লাহ গুলিবিদ্ধ ও জোবায়ের আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ভুলতা ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বৃহস্পতিবার রাতের সংর্ঘষের জেরে শুক্রবার সকাল ১০টর দিকে রাজন চৌধুরীর গোলাকান্দাইল পাঁচ নাম্বার ক্যানেল এলাকায় স্থানীয় বাসিন্দা কাজল গাজীর বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁকা গুলি গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্কে সৃষ্টি করে । যা সিসি ক্যামেরায় বিষয়টি স্পষ্ট হয়।
কাজল গাজী জানান, তার বাড়ির এক ভাড়াটিয়া বৃহস্পতিবার রাতে মাসুম বিল্লাহর পক্ষে সংঘর্ষে অংশ নিয়েছিলো। ওই ভাড়াটিয়াকে খুঁজতে রাজন তার বাড়িতে এসেছিলেন। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজন বাড়ির সামনে ফাঁকা গুলি ছুঁড়ে চলে যায়।
শুক্রবার সকালে গুলি করার বিষয়ে জানতে চাইলে রাজন চৌধুরী বলেন, লোকজন বলতেছে আমি গুলি করছি। আসলে এটা মিথ্যা। আমি চার বছর ধরে এলাকায় থাকি না।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাইল ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, রাতে সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয়পক্ষের দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ খুঁজছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন