মোরেলগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ৬৪
এনায়েত করিম রাজিব:
বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগ যৌথভাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার খাউলিয়া ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান।
ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি শেখ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বাবুর সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক মাষ্টার ইছাহাক আলী, যুগ্ম-আহবায়ক মোঃ আবুল কাশেম হাওলাদার, উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শেখ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী পরাগ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শেখ রাসেল প্রমূখ। খাউলিয়া ইউনিয়ন সন্যাসী বাজার পানগুছি কনভেনশন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।