দামুড়হুদা-দর্শনা’সহ ৪ থানার ওসি বদল
- আপডেট সময় : ০৪:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ৫৬
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও দর্শনা’সহ পুলিশের ৭টি পদে বদলি ও পদায়নের মাধ্যমে রদবদল করা হয়েছে। জেলার ৫টি থানার মধ্যে ৪টি থানা দর্শনা, দামুড়হুদা, আলমডাঙ্গা, জীবননগর ও বিশেষ শাখার ওসিকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ৪ থানার ওসি ও বিশেষ শাখার ওসি সহ ৭ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
এরা আগে সকলে এই জেলায় বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও সংযুক্ত করা হয়েছে। অফিস আদেশে, চুয়াডাঙ্গা অপরাধ শাখার পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার নাথকে আলমডাঙ্গা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। জীবনগর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন ও মো. নাসির উদ্দিন মৃধা। দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে দর্শনা থানায় বদলী করা হয়েছে। জীবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেককে সদর সার্কেল অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে দামুড়হুদা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীরকে জেলা বিশেষ শাখায় পাঠানো হয়েছে। সদর সার্কেল অফিস থেকে বিপ্লব কুমার সাহাকে সরিয়ে কোর্ট পুলিশ পরিদর্শক সদর কোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ১৩ মার্চ চুয়াডাঙ্গা অপরাধ শাখার পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার নাথকে সদর কোর্টে বদিল আদেশ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লা আল মামুন জানান, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। নিদিষ্ট স্থানে মেয়াদ পূর্ণ হওয়ায় একই সঙ্গে জেলার ৪ থানায় এমন রদবদল করা হয়েছে।