ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত
- আপডেট সময় : ০৪:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ৭৮
রিপন কান্তি গুণ, নেত্রকোনা
নেত্রকোনার দুইটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ের সাথে শিলা বৃষ্টিতে মানুষের ঘর-বাড়ি, গাছপালা বিনষ্ট এবং উঠতি ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার আনুমানিক ৫টার দিকে নেত্রকোনা সদর’সহ পূর্বধলা উপজেলার নারান্দিয়া ও খলিশাউর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামেরর উপর দিয়ে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি বয়ে যায়। জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ও খলিশাউর ইউনিয়নের ২৫ থেকে ৩০টি গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ফলে ঝড়ের প্রকোপে ঘর-বাড়িগুলো ভেঙে তছনছ হয়ে যায়।
ঝড়ের দাপটে নিঃস্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানান, গত গত বুধবার ভোর রাতে আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে আকাশের গুটগুটে অন্ধকারে ডুবে যায় পুরো এলাকা। এসময় এক ধরনের ভূতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয়।
পুর্বধলার নারান্দিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শাহনেওয়াজ এবং একই এলাকার কৃষক সামছু মিয়া দুঃখের সাথে বলেন, মুহুর্তের মধ্যেই ব্যাপকভাবে ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে তীব্র গতিতে চলা এই ঝড়ের তাণ্ডবে ব্যাপক আমাদের ব্যপকনক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী অন্য কৃষক, নারান্দিয়া ইউনিয়নের তুলাব্ইান গ্রামের কৃষক মো. লুৎফুর রহমান বলেন, গাছের আমের মুকুল, শশা ক্ষেত, বোরো ধান, লাউ ক্ষেত, কলার বাগান কুমড়াসহ সকল উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তারি সাথে ঝড়ের প্রকোপে কাচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান জানান, ‘ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধান ও শাকসবজিসহ বিভিন্ন উঠতি ফসলের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ফলে আমরা নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছি। এমতাবস্থায় আমাদের দাবি সরকার যেন, আমাদের বিপদে এগিয়ে আসেন।
ইতিমধ্যে নেত্রকানার পূর্বধলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স ক্ষতিগ্রস্থের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই, মাসকান্দা, লক্ষিপুর, উলুকান্দা, হাপানিয়া ও প্রতাবপুর গ্রামের ৫০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল ও ১টি করে কম্বল।
এসময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা। অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণা এর উপ-পরিচালক মো. নূরুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।