তারাকান্দায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট
- আপডেট সময় : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ৬৪
স্টাফ রিপোর্টার:
তারাকান্দায় পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫শে মার্চ) বিকেলে উপজেলার তারাকান্দা বাজারে মোবাইল কোর্টে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়িদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত নেতৃত্বাধীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী, স্যানিটারি ইন্সপেক্টর সহ থানার পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান-বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ,ময়মনসিংহ স্যারের নির্দেশনায় ও তত্ত্বাবধানে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ ফোর্স, তারাকান্দা থানা এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে রমজানে যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে হয়রানি করা না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। বাজার নিয়ন্ত্রনে পর্যায়ক্রমে প্রতিটি বাজারে রমজানে বাজার মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।