একটিভ ফাউন্ডেশনের উদ্যাগে শ্রমিক লীগের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ৬৭
মোজাম্মেল হক লিটন:
চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান একটিভ ফাউন্ডেশন। শনিবার,(২৫ মার্চ) দুপুওে একটিভ ফাউন্ডেশনের উদ্যাগে উপজেলা শ্রমিক লীগের ১হাজার ২’শত নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু’র পরিচালনায় জেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এস.এম বাকি বিল্লাহ, পাঁচগাঁ ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ,নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবীব সমীর, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, পৌর প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু প্রমূখ। সভায় আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদীয় এলাকায় ২০ হাজার পরিবারের মাঝে তিনি ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।এরই অংশ হিসেবে চাটখিলে ১হাজার ২শত শ্রমিক লীগের নেতাকর্মীর মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন শ্রমিকরাই সোনার বাংলা বিনির্মানে সবচেয়ে বেশি ভূমিকা রাখে আর শ্রমিকদের দু:খ কষ্ট লাঘবের জন্যই তিনি সবসময় নোয়াখালী-১(চাটখিল – সোনাইমুড়ী) সংসদীয় এলাকার শ্রমিকদের পাশে ছিলেন এবং থাকবেন।