ভোলাহাটে আর্থ আওয়ার উৎযাপন
- আপডেট সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ৬৫
মোঃ শাহাদাত হোসেন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আর্থ আওয়ার ২০২৩ উদযাপন করেছে বাংলাদেশ স্কাউট দল এর ভোলাহাট শাখার ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ। শনিবার,২৫ মার্চ সকালে ভোলাহাট প্রেস ক্লাবের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। জেলা ম্যাজিস্ট্রেট ও স্কাউট ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত আয়োজনে এর প্রতিপাদ্য বিষয় ছিল, বৈশ্বিক উষ্ণতা প্রতিকারের জনসচেতনতা বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জনসচেতনতা বৃদ্ধি,সবুজ পরিবেশের জন্য বৃক্ষরোপণ ইত্যাদি।
উক্ত আয়োজনে নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিদ্যুৎ ও জ্বালানি এর কোনো ঘাটতি রাখেননি। বাংলাদেশ এখন বিদ্যুৎওজ্বালানির দিক দিয়ে অনেক এগিয়ে। তবুও আমাদের জালানি সাশ্রয় বৃদ্ধি করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস পরিমাণ মতো খরচ করতে হবে।