নেত্রকোনার ৯ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
- আপডেট সময় : ০৬:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ৬৪
রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আজ নেত্রকোনার ১০ উপজেলার মধ্যে ৯ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হলো।
আজ (২২ মার্চ) বুধবার সকাল ১০ টায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে দেশের ৭ টি জেলার ১ শত ৫৯ টি উপজেলায় একযোগে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপজেলাগুলোকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুম থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদা আক্তার।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আমিরুল ইসলাম, নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার, প্যানেল মেয়র, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নেত্রকোনা জেলার উপকারভোগীগণ।
জেলা প্রশাসনের তথ্যমতে জানা যায়, আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নেত্রকোনা জেলার ৮টি উপজেলা ভূমিহীনমুক্ত (মদন উপজেলা পূর্বেই ভূমিহীনমুক্ত হয়েছে) ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ১ম, ২য়, ৩য়, ও ৪র্থ পর্যায়ের মোট ৩৯২৭টি ঘরের মধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ইতোমধ্যে ২৪৬৬টি ঘরে পুনর্বাসন সম্পন্ন হয়েছে, আজ ১০৬৭টি ঘরে পুনর্বাসন সম্পন্ন হয়েছে এবং শেষ পর্যায়ে চলমান ঘরের সংখ্যা থাকবে ১৩৫টি। এখন শুধুমাত্র খালিয়াজুরী উপজেলায় বাকী থাকা ২৫৯টি ঘরের কাজ সম্পন্ন হলেই নেত্রকোণা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।
ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণার মধ্য দিয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৬০টি উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন বারহাট্টা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, উপজেলা সহকারী ভূমি কমিশনার সানজিদা চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার শায়লা, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীগণ।