বাউফলে সাংসদ আ.স.ম ফিরোজকে জড়িয়ে মিথ্যা,বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ৫১
রানা সেরনিয়াবাত:
বাউফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১৭ই মার্চ শুক্রবার আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার,নয় জন পুলিশ সহ ২১ জন আহত হয়। উক্ত ঘটনায় বাউফলের সাংসদ সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ কে জড়িয়ে “এমপির সামনে চেয়ারম্যানকে কুপিয়ে জখম” শিরোনামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ১৯ শে মার্চ রবিবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক মোঃ ইব্রাহিম ফারুক।
তিনি লিখিত বক্তব্য বলেন একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মহান দিবস টি কলঙ্কিত করার হীনমানসে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। অশুভ উদ্দেশ্যে বাউফলের চার দশকের অভিভাবক আ.স.ম ফিরোজ এমপি কে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে আ.স.ম ফিরোজের সামনে কুপিয়ে জখম করা হয় আব্দুল মোতালেব হাওলাদারকে এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। সত্যিকারের ঘটনা হচ্ছে এ সময় জনাব আ.স.ম ফিরোজ এমপি মহোদয় দলীয় কার্যালয় জনতা ভবনের সামনে অবস্থান করছিলেন। যখন দুর্ঘটনাটি ঘটে তখন জনাব আ.স.ম ফিরোজ এমপি ছিলেন কমপক্ষে ২০০ মিটার দূরে। তার সামনে ছিল নেতাকর্মীরা এবং পুলিশি বেষ্টনী। সুতরাং বিভিন্ন পত্রিকায় যে সংবাদ পরিবেশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি।
তিনি লিখিত বক্তব্য আরো বলেন, বিগত ১৭ ই মার্চ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সাথে সাথে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশারেফ হোসেন খান, সামসুল আলম মিয়া, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।