দর্শনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালকের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ৬৩
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দর্শনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক প্রাইভেটকার চালেকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ১৯ মার্চ শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হাজিপাড়ার লাল্টু বিশ্বাসের ছেলে মুন্না বিশ্বাস (২২) প্রাইভেটকার চালিয়ে দর্শনা হতে দামুড়হুদায় যাচ্ছিল। এসময় দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দর্শনা হঠাৎপাড়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশন মসজিদ সংলগ্ন স্থানে পৌছালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে শিশু গাছের সাথে ধাক্কা দেয়।এতে চালর্ক মুন্নার মাথায় মারত্নক জখম হয়।স্থানীয় ও পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।