বাগেরহাট অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ৬৮
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯মার্চ) সকালে বাগেরহাট রূপান্তর জেলা অফিসে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ববধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। সভাটি সঞ্চালনায় ছিলেন শিল্পী আক্তার। সার্বিক সহযোগিতা ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু।কমিটিতে যারা নবনির্বাচিত হয়েছেন : সভাপতি- রহিমা খাতুন, সহ-সভাপতি খাদিজা পারভীন শিলা, সাধারণ সম্পাদক- তানজিলা খাতুন, সহ-সাধারণ সম্পাদক আমেনা বেগম মুক্তা, কোষাধ্যক্ষ দুলালী আক্তার, নির্বাহী সদস্য ১৪জন। মোট ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।