০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে ৩দিন ব্যাপী দুই আধ্যাতিক সাধকের মিলন মেলা শুরু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • / ৫৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রাকতিক সুদর্য্যর অপরুপ লীলাভুমি ভারতের মেঘালয়র সীমা ঘেষা উপজলা সুনামগঞ্জর তাহিরপুর দুই ধর্মর দুই আধ্যাত্মিক মহা সাধকের মিলন মেলা। রবিবার ১৯ মার্চ থক শুরু হছ। একই সাথে দুটি উৎসব উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর এখন উৎসবের আমজ বিরাজ করছে। উৎসব দুটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বহৎ মহাৎসব শ্রী শ্রী অদ্বত্য মহাপ্রভুর রাজারগাঁও লাউড় নবগ্রাম আখড়াবাড়ি সংলগ যাদুকাটার তীরবর্তী পণতীর্থ ধামে প্রায় ৭১৮ বছরর প্রাচীন ঐতিহ্যবাহী গঙ্গাসান ও হযরত শাহ্জালাল (র.)’র ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ্ আরফীন (র.)’র বার্ষিক ওরস শরীফ। স্হানীয় আখড়াবাড়ি উৎসব উদযাপন কমিটি ও ইসকন সূত্র জানাযায়, সপ্তাহ ব্যাপী উৎসব ও গঙ্গাসান যাত্রাকে কেদ্র কর উৎসব কমিটি ও আন্তর্জাতিক কূষ্ণ ভাবনামত সংঘ (ইসকন’র) উদ্যাগ পূথকভাবে মঙ্গল আরতি, ভজনলীলা কীর্তন, বেদিক নাঠক, গঙ্গাপূজা, সাং¯তিক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভার আয়াজন করা হয়।
জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের পণাতীর্থ ধাম গঙ্গা সান এ বছর ১৯ মার্চ রবিবার রাত ৯টা ১৪ মিনিট ১৫ সকন্ড থক শুরু হয় ভোর ৪টা ৬মিনিট ৫০ সকন্ড পর্যÍ (মধুকষ্ণা ত্রয়াদশী তিথিত) মহাবারুণী উপজলার ২৩কি.মি. দৈর্ঘ সীমানা নদী জাদুকাটাতে অনুষ্টিত হবে। এ উপলক্ষ জাদুকাটা নদী তীরের বালুচরে বারুনীমেলা মঙ্গলবার সন্ধ্যায় সমাপ্ত হবে। অন্যদিক ১৯ মার্চ রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় ২২ মার্চ বুধবার সকাল আখরী মোনাজাতের মধ্যদিয় উপজলার লাউড়েরগড় সীমানায় ৩৬০ আওলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ্ আরফিন (র) এর বার্ষিক ওরস সমাপ্ত হবে।

ওরশ উদযাপন কমিটির সহসভাপতি বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও শাহ্ আরফীন আস্তানার খাদেম আলহাজ্ব নুরুল আমিন চিশতী জানিয়ছেন, ওরশ ও সানযাত্রা উপলক্ষ দশ/বিদেশের কমপক্ষে ৪ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ওরশর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত, হালকা জিকির, মুর্শিদী, ভান্ডারী, পল্লীগীতি, লালনগীতি, বাউল সঙ্গীত, জলার মরমী কবি ও সাধক পুরুষ হাছন রাজার সংগীত ওরশ ও মেলা মাতিয়ে রাখার আয়োজন করা হয়ছে।
তাহিরপুর উপজলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানিয়ছন, ৭১৮ বছরর প্রাচীন ঐতিহ্যবাহী মিলনমেলাকে শান্তিপূর্ণভাবে সম্পন করার লক্ষ্য সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, তাহিরপুর উপজলার ৭ ইউপি চেয়ারম্যানক উপদেষ্টা ও তাহিরপুর উপজলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি কর পূথকভাবে আইনশূখলা রক্ষা, উৎসব উদযাপন ও মেডিক্যাল টিম গঠন করা হয়ছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ২জন ম্যাজিষ্ট্রেট ও পুলিশ, র্যব,বিজিবি,আনসার সদস্যদের নিয়ে সমন্নয়ে ৪টি অস্তায়ী ক্যাম্প বসানো হয়ছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সুনামগঞ্জে ৩দিন ব্যাপী দুই আধ্যাতিক সাধকের মিলন মেলা শুরু

আপডেট সময় : ০৯:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রাকতিক সুদর্য্যর অপরুপ লীলাভুমি ভারতের মেঘালয়র সীমা ঘেষা উপজলা সুনামগঞ্জর তাহিরপুর দুই ধর্মর দুই আধ্যাত্মিক মহা সাধকের মিলন মেলা। রবিবার ১৯ মার্চ থক শুরু হছ। একই সাথে দুটি উৎসব উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর এখন উৎসবের আমজ বিরাজ করছে। উৎসব দুটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বহৎ মহাৎসব শ্রী শ্রী অদ্বত্য মহাপ্রভুর রাজারগাঁও লাউড় নবগ্রাম আখড়াবাড়ি সংলগ যাদুকাটার তীরবর্তী পণতীর্থ ধামে প্রায় ৭১৮ বছরর প্রাচীন ঐতিহ্যবাহী গঙ্গাসান ও হযরত শাহ্জালাল (র.)’র ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ্ আরফীন (র.)’র বার্ষিক ওরস শরীফ। স্হানীয় আখড়াবাড়ি উৎসব উদযাপন কমিটি ও ইসকন সূত্র জানাযায়, সপ্তাহ ব্যাপী উৎসব ও গঙ্গাসান যাত্রাকে কেদ্র কর উৎসব কমিটি ও আন্তর্জাতিক কূষ্ণ ভাবনামত সংঘ (ইসকন’র) উদ্যাগ পূথকভাবে মঙ্গল আরতি, ভজনলীলা কীর্তন, বেদিক নাঠক, গঙ্গাপূজা, সাং¯তিক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভার আয়াজন করা হয়।
জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের পণাতীর্থ ধাম গঙ্গা সান এ বছর ১৯ মার্চ রবিবার রাত ৯টা ১৪ মিনিট ১৫ সকন্ড থক শুরু হয় ভোর ৪টা ৬মিনিট ৫০ সকন্ড পর্যÍ (মধুকষ্ণা ত্রয়াদশী তিথিত) মহাবারুণী উপজলার ২৩কি.মি. দৈর্ঘ সীমানা নদী জাদুকাটাতে অনুষ্টিত হবে। এ উপলক্ষ জাদুকাটা নদী তীরের বালুচরে বারুনীমেলা মঙ্গলবার সন্ধ্যায় সমাপ্ত হবে। অন্যদিক ১৯ মার্চ রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় ২২ মার্চ বুধবার সকাল আখরী মোনাজাতের মধ্যদিয় উপজলার লাউড়েরগড় সীমানায় ৩৬০ আওলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ্ আরফিন (র) এর বার্ষিক ওরস সমাপ্ত হবে।

ওরশ উদযাপন কমিটির সহসভাপতি বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও শাহ্ আরফীন আস্তানার খাদেম আলহাজ্ব নুরুল আমিন চিশতী জানিয়ছেন, ওরশ ও সানযাত্রা উপলক্ষ দশ/বিদেশের কমপক্ষে ৪ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ওরশর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত, হালকা জিকির, মুর্শিদী, ভান্ডারী, পল্লীগীতি, লালনগীতি, বাউল সঙ্গীত, জলার মরমী কবি ও সাধক পুরুষ হাছন রাজার সংগীত ওরশ ও মেলা মাতিয়ে রাখার আয়োজন করা হয়ছে।
তাহিরপুর উপজলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানিয়ছন, ৭১৮ বছরর প্রাচীন ঐতিহ্যবাহী মিলনমেলাকে শান্তিপূর্ণভাবে সম্পন করার লক্ষ্য সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, তাহিরপুর উপজলার ৭ ইউপি চেয়ারম্যানক উপদেষ্টা ও তাহিরপুর উপজলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি কর পূথকভাবে আইনশূখলা রক্ষা, উৎসব উদযাপন ও মেডিক্যাল টিম গঠন করা হয়ছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ২জন ম্যাজিষ্ট্রেট ও পুলিশ, র্যব,বিজিবি,আনসার সদস্যদের নিয়ে সমন্নয়ে ৪টি অস্তায়ী ক্যাম্প বসানো হয়ছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন